কেমন করিয়া কাটাইবে নিশি, মোর একলা আধার হিয়া?
কেমন করিয়া পাড়ি দিবে ওই অতল জলের দরিয়া?
তোর প্রেমের জলে ডুবিয়া মরিয়া আর কতই হইবো আমর?
একবার যে মরিয়া গিয়াছে, তাহারে বাধে কোন নোঙর?


জীবন সায়রে নাও ভাসাইলাম পাড়ি দিব দুজনা মিলি,
আমারে ছাড়িয়া কই গেলি পাষান, এই গভীর আধারে ফেলি?
ওই পাড়েতে মোর মহান খোদা এই ডাক শুনিতেন যদি,
তার কি দিলে রহম হয় নাই এই নীরিহ মাঝিরে দেখি?


কেমন তোমার বিচার খোদা, কেমন তোমার নীতি?
মরারে তুমি আরো মারিলে, স্বপন কিরিয়া ইতি।
আজ বহুকাল পর ভাসিয়া আসিয়া ভিড়িব যবে তীরে,
হঠাৎ করিয়া ডুবিলো তরী মোর অতল জলের ভীড়ে।


এই ছিল মোর ছোট্ট জীবনে এক অসীম দরিয়া পাড়ি,
জীবন দিয়া যারে জড়ায় রাখিলাম সেই চলে গেছে ছাড়ি।