তোমার শহরে একদিন এক জাদুকর এসেছিলো,
কি এক বৈরিতায় ডুবেছিলে তুমি!
তার ভেতরে যতটুকু রঙ ছিলো,
তার ভেতরে যতটুকু আলো ছিলো,
সব ঢেলে সাজিয়েছিলো তোমার শহর,
তারপর সেই সাজানো শহরের আর যত্ন হয় নি বহুকাল,
এখন সেই শহরে কি আর আলো জ্বলে?
সে শহরে মাঝরাতে চাঁদের সাথে কেউ কি কথা বলে?
সে শহরে কেউ কি এখনো স্বপ্ন দেখে?
এ শহরের জাদুকরের খোঁজ ওই ময়লার স্তুপের কাকটাও হয়তো আজ জানে না,


এ শহরে একদিন এক জাদুকর এসেছিলো,
এ শহরকে হাসতে শিখিয়েছিলো,আর শিখিয়েছো জীবনের মতো ভালোবাসতে,
তারপর তোমাদের অবহেলায় জাদুকর ডানা মেলেছিলো দূর অন্তরালে,
এখন এ শহরে আর জাদুকর আসে না,
এ শহরের মানুষেরা আর ভালোবাসে না।