ইচ্ছে জাগে নিব তোমায়
ঐ পাহাড়ের দেশে,
লাল-সবুজের সমারোহে
মিলব দুজন গা ঘেঁষে।


ইচ্ছে করে হারিয়ে যাই
ঐ নীল গগনের বুকে,
দিব মোরা বিশ্ব পাড়ি
দেখি যত এই চোখে।


ইচ্ছে করে খুলে বলি
যা আসে মোর মনে,
পূর্ণিমায় দেবে তুমি
সঙ্গ পাশে মোর সনে।


ইচ্ছে করে বাঁধি ঘর
এই সমুদ্দুর তীরে,
দেখব দুজন ঊর্মিমালা
কেমনে ফিরে আপন নীড়ে।


ইচ্ছের কোনো নেইকো শেষ
তবুও একটা শুনো,
স্বপ্ন সবি তোমায় ঘিরে
এটা কি তুমি মানো?