ধেয়ে চলছে পুরো দেশ
স্বার্থপরের পিছে,
নেইকো অদ্য সৎ কেউ
আছে সবে মিছে।
মন্ত্রীত্ব পায় ভোট চুরিতে
যোগ্যতা বলতে নেই কিছু,
সারাবছর করেও লুটপাট
নির্বাচনে নেয় জনের পিছু।
মেডিকেলে পড়ে বনে আজ
বড়ো মাপের ডাক্তার,
গরীবকে মারে বিনা ওষুধে
অন্তরটা তার আঁধার।
ভাই আমার ইঞ্জিনিয়ার
থাকেন তিনি বিদেশে,
স্বদেশপ্রেম গান শুনিয়ে
থাকেন চীন আয়েশে।
জজ সাহেব ছাড়ে রায়
বসে নিজ আসনে,
জজ বলতে নেই কিছু
রায়ই টাকা আনে।
উকিল স্রেফ করে খোঁজ
টাকাওয়ালা ক্লায়েন্ট,
টাকা ছাড়া বুঝি না কিছু
অর্থই মোর কারেন্ট।
পুলিশ তুমি মনের মানুষ
চাও তো শুধু ঘুষ,
তোর চেয়ে ভালো আরও
নরখাদক রাক্ষুস।
ক্লাসে না পড়িয়ে পাঠায়
কোচিংয়ে শিক্ষক,
সরকারকে দিয়ে ফাঁকি
বনে তারা ভক্ষক।
আছে আরেক ভীন জাতি
হুজুর নামের কলঙ্ক,
মারে ফতোয়া উলটপালট
ছেড়ে রাসুলের পদাঙ্ক।
মুসলিমে-মুসলিমে ছড়ায় বিদ্বেষ
বিভিন্ন ওয়াজ-মাহফিলে,
টাকা ছাড়া নড়ে না এক পাও—
শ্রোতা স্রেফ গীবত গিলে।
চাকুরী ভাই বিজ্ঞপ্তি দেয়
লাগবে বলে লোক,
মামা ছাড়া হয় না কিছু
সাধারণরা রোগ।
স্কুল-কলেজে পড়ে মোরা
হচ্ছি এক অমানুষ,
বড়ো-ছোট না দেখে, ভাই
উড়াই মোরা ফানুস।
আশরাফুল মাখলুকাত ট্যাগ
লাগিয়ে করে জাতি ধর্ষণ,
আফসোস লাগে দেখে এসব
তারা-ই এ দেশের দর্পণ।
সবার উপর মানুষ সত্য
তাহার 'পর নাই,
তোর চে' মিথ্যুক কেউ
এ দুনিয়ায় নাই।
মানবতাবাদীর নামে এক
সুবিধাবাদী করে শুধু লুটপাট,
স্বাধীনতার নামে নারীকে
উলঙ্গ ছেড়ে দেয় মাঠঘাট।
পুরো পৃথিবী গেলে ছেয়ে
স্বার্থপরে বেশ,
কোন দিন আমরা মানুষ হব?
পাপমুক্ত হবে এ দেশ?
মানুষ হ তোরা আবার
বলছে নাজিম জোর দিয়ে,
মানুষের মতো মানুষ হবি
স্ব-কাজ করুন মন দিয়ে।