কবিতা! সে তো এক মনের আকুতি। মনের ভাষা। এ ভাষা যে সে-ই বুঝে না। এ ভাষা বুঝতে হৃদয় লাগে, যা সবার থাকে না। সে মানুষ চেনে না, যে কবিতা বুঝে না। সে মানুষকে ভালোবাসতে পারে না ,  যে কবিতার ভাব বুঝতে পারে না। কবিতা-ই আবেগ, কবিতা-ই ভালোবাসা। এ ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। কবিতা মুখ থেকেই নির্গত হয় না কেবল, এটা অন্তর থেকে আসে। মানুষের অন্তরে কত কিছুই না থাকে। কিন্তু মন থেকে কলমের ডগায় যেটি বেরিয়ে আসে, সেটি-ই কবিতা। কবিতাকে ভালোবাসি। আজন্ম ভালোবাসি কবিতা। আমি তাঁদেরও ভালোবাসি, যারা ভালোবাসে কবিতাকে, ভালোবাসে কবিকে। আমি কবি নই, তবে কবিতা লিখি। আমি জানি না আমার লেখাগুলো কবিতা হয় কি না। তবে এগুলো তো আমার অন্তর থেকেই আসে! সে হিসেবে আমি এগুলোকে কবিতা বলি। কবিতায় রস-কস মেশাতে জানি না, তবে মনের ভাবকে আবেগ দ্বারা মেশাতে পারি বেশ। এটা-ই আমার কবিতা। কবিতা চিরঞ্জীবী হোক। সবার হৃদয়ে থাকুক কবিতা। কবিতা আমার ভালোবাসা, কবিতা আমার জীবন।


লেখক: নাজিম খান
শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ই-মেইল: ctgnazimkhan@gmail.com