তোমার কথা মনে পরলে , আজও আমি
ঠিক আগের মতই হারিয়ে যাই ।
ঠিক আগের মতো .........যখন
তুমি নূপুর পায়ে ঘুরে বেড়াতে সারা বাড়ি ।
কতবার লুকিয়ে দেখেছি তোমার নাচ ,
আজও মাঝে মাঝে নূপুরের আওয়াজ
তোমার কথা মনে করায় ।
কতবার কতভাবে দেখেছি তোমায় -
কখনও বৃষ্টি ভেজা বিকেলে ছাদে
আবার কখনও ভোরের কুয়াশায় নদীর ধারে ।
কখনও তোমার মুখে আনন্দের ধারা ছিল
কখনও বা ছিল শুধুই বিষাদের ছায়া ।
ছুঁতে পারিনি তোমায় কোনোদিনও
সে স্পর্ধা আমার ছিলনা
দূর থেকেই দেখেছি কেবল ।
আজ আমি বহু নারীর সংস্পর্শে এসেছি
তবুও , সেই দৃষ্টি সেই আকুলতা
পাইনি আর কোথাও ।