আকাশের দিকে আলো ছুঁড়ে
আমার ছায়াটাও সিঁড়ি হয়ে যায়
গোটা জীবন শুধু মানচিত্রের দাসত্ব
রোমন্থনে অনেক আমিদের পিঠ বেঁধে রাখা


এগিয়ে ফিরে আসা গেলে
পদক্ষেপে কত প্রশ্নের ব্যবধান
এগোতে দিলে
হঠাৎ ইঁদুর দৌড় শুরু হয়ে যায়
স্পর্শকাতর বিক্ষুব্ধ চেতনাবোধ
একাই আমিত্বের সংকলক নয়


আসলে পরাজয় প্রকাশিত
তবু এক নতুন অধ্যায়
প্রতিফলনে আমি
আমি কি
আমিও