কাছে এসেছিলে ছল করে পোড়াতে এ মন।
ছারখার করে ফিরে গেলে দূর্বার গতিতে,
আমার অসময়ে তোমার সময় এসেছিলো তখন।


বড় বেশি বুকে লেগেছিলো তোমার বিষময় বারতা।
নীরবতা উপহার দিয়ে চলে গেলে দুরে,
আমার বাঁধনে অট্টহাসি দিয়েছিলো তোমার দাম্ভিকতা।


পাথর চাপা পাষাণ ভারে কেঁদেছিলো প্রেম আমার।
শত মিনতি বারবার পদদলিত হয়েছিলো সেদিন,
আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিলো আমার হাহাকার।


ছল করে বসন্ত এনেছিলে ডেকে ক্ষণিকের তরে।
আমি ভাবতে চাইনি তা চির বসন্ত কভু নয়,
অনবরত ভেবেছি আমি চিরকাল রব তোমার অন্তরে।


অজস্র কবিতা আর হাজারো গানে তুমিই ছিলে।
কামনা বাসনা যত ছিলো সবকিছু দাহ করে গেলে,
আমি বাঁচবো কিভাবে সে চিন্তাটুকু যতনে লুকালে।


এতদিন পর আমার সামনে আজ সেই......তুমি...
কেমন আছি জিজ্ঞেস করতে ভয় পাও কেন বুঝিনা।
আমি কি কোনোদিন বলেছি ভালো নেই?
অবশ্যই ভালো আছি,ও মনে কোনো সন্দেহ রেখোনা।