এত চিন্তা কর কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে নিত্য সুখ খুঁজি ভোরের বাতাসে?


এত কষ্ট কর কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে নিত্য আপন করি উদাস দুপুর?


এত বিমর্ষ থাকো কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে জোছনার স্নানোৎসবে মেতে থাকি?


এত উত্তেজিত থাকো কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে আকাশের বিশালতায় হারিয়ে যাই?


এত সহজে ভেঙে পর কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে আনাচে কানাচে উৎফুল্লতা খুঁজি?


লজ্জায় অবনত মস্তক কেন বুঝিনা।
আমাকে দেখেওতো কিছু শিখতে পারো,
দেখো না!কিভাবে নির্লজ্জের মত হাজারো জনম-
আমি আসা যাওয়ার মধ্যে ডুবে আছি?