নীল যমুনার জলের ঢেউয়ে যে মুখ ভাসিয়া যায়,
সেইতো আমার প্রাণপ্রদীপ, সেইতো বিনোদিনী রাই।
নিত্য যে'জন হেসে খেলে হৃদয়ে ঘুরে বেড়ায়,
সেইতো আমার প্রাণপ্রদীপ, সেইতো বিনোদিনী রাই।।


রুপের নেশায় মত্ত হয়ে শীতল হয় ঐ কালো জল,
দেখিতে ঐ আলোর ছটা এ প্রাণ শুধু হয় চঞ্চল।
তাঁর লাগি মোর আচার-স্বভাব কেবলি হয়গো বদল,
রঙ সৃজিয়া আপন মনে নিলো সে রঙের দখল।
জানে না সে এ রঙেতে আমি আপন ঘর সাজাই।।


চিরদিনের প্রাণসজনী প্রাণ বায়ুতে মিশে রয়,
নয়নে দেখিগো যখন তখনি হয় প্রেমের জয়।
প্রেমঋণে বন্দী জীবন মুক্ত হতে ইচ্ছে হয়,
নীলাম্বরী ছাড়া জীবন-প্রাণে কি সে ব্যথা সয়।
বোঝে না সে তাঁরি খোঁজে প্রেমনদে তরী ভাসায়।।