তুমি চাইলেই লিখতে পারো নান্দনিক এক কাহিনী।
যে কাহিনী হাজারো হৃদয়ে তুলবে আনন্দের ঝড়,
তোমার আলোয় পূর্ণ হবে যত আঁধারময় রজনী।


তুমি চাইলেই শোনাতে পারো চির নব জাগরণের গান।
যে গানে মুখরিত হবে অগণিত প্রাণের আনন্দলোক,
শত আশংকার মাঝে তুমিই হবে একমাত্র শুচিস্নান।


তুমি চাইলেই দেখতে পারো শীর্ষে ওঠার একগুচ্ছ স্বপ্ন।
যে স্বপ্নগুলো হবে অনেকের অনুপ্রেরণার উৎপত্তিস্থল,
তোমাতে আসক্ত হলে সহজে নিশ্চিহ্ন হবে যত দুঃস্বপ্ন।


তুমি চাইলেই হতে পারো উৎকৃষ্টতার অনন্য উদাহরণ।
তোমার পথে যেতে প্রাণপণ চেষ্টা করবে অনেকেই,
চলার পথে অনবরত পথিক করবে তোমার গুণকীর্তন।


তুমি চাইলেই রচিতে পারো মুগ্ধতায় পরিপূর্ণ কবিতা।
যে কবিতা শক্তির উপাসনা শেখাবে বহুজনকে,
প্রতিটি লাইন হবে উদ্দীপ্ত হওয়ার নিখুঁত কিছু বার্তা।


তুমি চাইলেই ভ্রমিতে পারো এ বিশ্ব চোখের পলকে।
চিন্তা শক্তির প্রসার ঘটাতে তুমিই হতে পারো অজেয়,
অসংখ্য মনীষীর মত তুমি থাকবে জ্ঞান পিপাসুর বুকে।


তুমি চাইলেই ধ্বংসিতে পারো যা'কিছু অশুভ মায়াবী।
তুমি চাইলেই হতে পারো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর লোক,
তুমি চাইলেই হতে পারো শুদ্ধতার ধারক ও বাহক,
সুন্দর ও পবিত্রতা নিত্য সঙ্গী কর- এটাই বিশ্বের দাবী।