" ভাই, তোমরা কোথায়?
তোমাদের না দেখলে আমার ভালো লাগে?
বাড়িতে আসলে একবার হলেও আমাকে দেখে যাবে। "


অপূর্ব স্নেহ ভরা কথাগুলো আজ খুব বেশি মনে পড়ে।
স্বমহিমায় চারপাশ আলোকিত করা তার অভ্যাস ছিল,
জীবনটা পরিপূর্ণতা পেয়েছিল উৎফুল্লতায় ভর করে।


আজ খুব বলতে ইচ্ছে করছে কাবেরী বৌদির কথা।
নজরকাড়া সব বৈশিষ্ট্য নিয়ে পথচলা ছিলো তার,
রক্তের সম্পর্কের নাহয়েও সে মনের গভীরে গাঁথা।


এমন দূর্লভ মানবী সচরাচর চোখে পড়ে না তেমন।
সদা হাসিমাখা মুখের ঝলকে ভাঙতো নীরবতা মোদের,
সে শুধু কথার ফুলঝুরি দিয়েই রাঙাতো অন্যের ভুবন।


কো্ন কথা কেমন করে কোথায় বলতে হয় সে জানত।
স্বগর্বে গর্জন করে আনন্দরাশি বয়ে যেতো চারদিকে,
কোন মুহুর্ত কিভাবে রাঙাতে হয় সেটাও দারুণ পারত।


আমরা জেনেছি তোমার প্রস্থান চলে যাওয়া শুধু নয়।
তোমার অমৃতবাণীতে অমৃতলোক মুখরিত হতে উন্মুখ,
মোরা তোমারি জয়গান করি,তুমি কেবলি আলোকময়।