কেন বন্ধু দুরে গিয়ে
বারেবারে স্মৃতি হও,
আসা-যাওয়ার এই না খেলায়
বলো একবার কি সুখ পাও।


নিঠুর বন্ধুয়া ওগো যে কথা শুধায়া যাও
প্রাণের ব্যথা ভুলিতে যে আশার আলো ছড়াও,
এতকিছু দিয়ে তুমি, কেমনে যাও অভিমানী,
কি করে বিরহ বাগান যতনে সাজাও।।


মনের গভীরে বসে যে সুরে বাঁশী বাজাও
চিরকালের যে রঙেতে আমারে শুধু রাঙাও,
এতকিছু দিয়ে তুমি, কেমনে যাও চাঁদবদনী,
কি করে বিষের প্রদীপ গোপনে জ্বালাও।।


প্রাণের সজনী ওগো প্রাণে সদা মিশে রও,
নয়নে নয়ন রাখিয়া মায়ার নেশা জাগাও,
অপরাধী যদি হই, ক্ষম মোরে বুকে লই,
নিজগুণে কাছে এসে প্রেমের পরশ বুলাও।।