ঢাকিলে ওমুখখানি আঁচল দিয়ে,
কি যেন এক ব্যথা ওগো লাগিলো বুকে।
আঁখিজলে ভেজা আঁচল দিলো জানিয়ে,
আমি অনেক বেশি অপরাধী হলাম ভূলোকে।।


জোছনা ভরা যামিনী আমিতো কভু চিনিনি,
তোমার গোপন চাওয়া আমিতো কিছু বুঝিনি।
আমি বেয়ে গেছি জীবনতরী,কুলের আশা নাহি করি,
ঠিকানাবিহীন পথিক করলাম নিজেকে।।


তুমিও তো কিছু বলোনি মুখে,
না বলা কাহিনী ঘুমালো সুখে।


আজি প্রাণের আকুতিসব গুমরে শুধু কেঁদে মরে,
তোমারি ঐ অশ্রুজলে অজানা প্রেম স্নান করে।
আরো বেশি শুচি হয়ে,প্রেম বুঝি আজ আছে চেয়ে,
হেসে বলে চিনতে কি আজ পারো আমাকে।।