অভিমানে ঢেলে দিয়েছিলে প্রেম,
নিরবিচ্ছিন্ন নিরবতায় মগ্ন ছিল সে লগন।
পরম সত্যি সংগে নিয়ে টেনেছিলাম যে রথ,
সকলের অজানা ছিল সে লাগাম টানিবার পথ।
একদা যে হৃদয় ছিল চরম রক্তাক্তময়,
আসিয়া ত্রাতারুপে, বলেছিলে-
কথা দিলাম,এ প্রেম কভু হবে না ক্ষয়।
আজি এ শূণ্য প্রাণ কেবলি দ্বিধা-দ্বন্দ্বময়,
কিছুতেই গেল না ভোলা তোমার রাজকীয় অভিনয়।