একটু দাঁড়াও নাহয় ভুল করে সমুখে
দেখি দু'চোখ ভরে ঐ বদনখানি,
আমি বুঝে নিতে চাই কি ভাষা ওচোখে
যতনে সৃজিত সেই প্রেমকাহিনী।


হাজারো জনমের আসা যাওয়ার এ খেলা
পথ চেয়ে বসে থাকা এ বেলা আর ও বেলা
দূরদ্বীপবাসিনী দেখিতে ভাসানো ভেলা
বেয়ে চলে নিরবধি দিবস-রজনী।।


আবার বিরহ ব্যথা, আবারও দুখের কথা,
কত আর এ ধরা পারে সহিতে।
এবার নাহয় তুমি দাওনা সুযোগ মোরে,
ও রাঙা চরণে মোর আঙিনাটা রাঙাতে।।


যে বাঁধনে বিনোদিনী ঘনশ্যাম বেঁধেছিলো
যেভাবে সে সুন্দর শ্যামপ্রেম খুঁজে নিলো
দিতে কি পারো না সেই মধুময় জ্বালাগুলো
হলে হউক লোকে লোকে একটু জানাজানি।।