মনের ভুলে হঠাৎ আবদার বাবার কাছে গান শিখবোই।
তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল বাবা কোনো চিন্তা নেই,
সংগীতের জীবন্ত কিংবদন্তী বসত করে ঘরের কাছেই।।


বলছি সেই জীবন্ত কিংবদন্তি বড়দাদার জীবনের খবর।
তিনিই আমাদের মুজাফরাবাদ গ্রামের শ্রদ্ধেয় বাবুল'দা,
সংগীতের কার্মুক কলা-কৌশলে পূর্ণ যাঁর জ্ঞানের ঘর।।


অসংখ্য নাম না জানা শিল্পী তৈরীর দক্ষ কারিগর দাদা।
যারা ছোঁয়া পেয়েছে তাঁর,তারা জানে তাঁর বিশালতা,
তাঁর কাছে নিরাপদ অদৃশ্য সুগভীর অনুভূতির মর্যাদা।।


একেবারে নীচে থেকে চাঁদের আলোর খবর নেয়া দায়।
একটু কাছে বলেই হয়তো তারাগুলো কিঞ্চিৎ বুঝে,
অজস্র তারা একটি চাঁদের কাছে সত্যিই বড় অসহায়।।


সেই আলোকময় সংগীতগুরু এখন গ্রামেই থাকেন।
কেউ দেখে প্রণাম করে কুশলাদি বিনিময় করছে,
কেউ দেখেও দেখে নাই বলে নিজেকে আড়াল রাখেন।।


প্রণমি তোমার যুগল চরণ,জানি তুমি সংগীতের ভাস্কর।
ক্ষমি অপরাধ মোদের দাদা আবারও আর্শীবাদ করো,
তোমার করুণা বিনে সংগীত নদে তরী চালানো দুষ্কর।।