এমন একটি গান গাওগো তুমি,
যে গান ধ্রুপদী প্রেম করে আবাহন।
এমন একটি কথা শুধাও কানে,
যে কথা প্রাণে আনে নব জাগরণ।।


এমন একটি স্বপন দেখাও দু-চোখ ভরে,
যে স্বপন ভেঙে দেয় এ কূল ও কূল।
এমন একটি কানন সাজিয়ে দাও মোরে,
যে কানন ভ্রমিতে অলি হয়গো আকুল।
দারুণ আবেগে এনে দাও এক মাধবী লগন।।


ওগো, এমন একটি নিশি পারো কি দিতে উপহার।
ভাবনাতে মিশে গিয়ে যাতে,
শত জনমের সেই শপথ বাণী মনে পড়ে যায় আবার।।


এমন একটি কবিতা শোনাও অনুরাগ মাখানো,
যে কবিতা বলে গভীর প্রণয়ের কথা।
এমন একটি ইশারা দাও অভিমান জড়ানো,
যে ইশারা মোর মুছে দেয় যত ব্যাথা।
তোমারি দানে ভরে উঠুক মোর শূন্য প্রাণ-মন।।