তোমরা কারা?
তোমাদের চিনতে খুব বেশি কষ্ট হয়।
নীরবে নিভৃতে একা পেয়ে,
সমস্ত সম্ভাবনাগুলো অযথা করিছ ক্ষয়।।


তোমরা কারা?
জেগে ওঠার কৌশল পর্যন্ত গিলে খেলে।
কি জানি কি গুণে অমর হলে,
বুঝিনা এত শক্তি তোমরা কোথায় পেলে।।


তোমরা কারা?
প্রত্যেকে প্রতিযোগিতায় নেমেছো শ্রেষ্ঠত্ব অর্জনে।
সিদ্ধহস্তে পাকাপোক্ত করছ স্বীয় আসন,
মননশীলতার রক্তক্ষরণে প্রাণটা আজ মৃত্যুর সন্ধানে।।


তোমরা কারা?
যতটুকু মনে পড়ে বৃক্ষ মূলে তোমরা ছিলে না।
বুঝলাম না শাখা-প্রশাখায় কিভাবে আসিলে,
ভরা পূর্ণিমায় দিলে অমাবস্যার দারুণ যন্ত্রণা।।


তোমরা কারা?
আমার অসহায়ত্বে তোমরা উল্লাসে মেতে থাক।
নান্দনিকতা হাজার বার পরাজিত হচ্ছে,
আমাকে নষ্ট করতে উশৃংখলতা উজাড় করে ডাক।


আর পারিনা বাইতে তরী উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে।
মুক্তি দাও এবার মোরে ছাড়িয়া বসতি,
নব পালে নব হাওয়ায় যেন কেবলি স্নিগ্ধতা ঝরে।।