যে প্রেমে তুমি সাজালে,
আজি প্রণয়ের এ রাত।
সে রসে রসিক হবার,
শত জনমের সাধ।।
হয়তো প্রাণে নেই কিছু,
তোমায় দেবার মত।
নিঃস্ব হৃদয় ভাবের পরশে,
হতে চাই উদ্যত।।
রঙিন যারা সাধনার বলে,
তারা পারে রাঙাতে।
নব জোছনা হুংকার দিলে,
জাত কুল সব যাবে।।
গভীরে যে বসত করে,
অখণ্ড সে হয়।
ছিন্ন-বিচ্ছিন্ন আবেগ নিয়ে,
সদা একীভূত রয়।।