সাধন মার্গে সুস্পষ্ট জ্ঞানের প্রয়োগে মুগ্ধ স্বরত্মিকালয়।
নান্দনিকতা হুমড়ি খেয়ে পড়ছে বারবার তাঁর সৃষ্টিতে,
নিজের সাথে স্বগুণে অন্যকেও করছে আলোকময়।


অনেকেই পেয়েছে নতুন পরিচয় তাঁর করুণার বলে।
সুউচ্চ পাহাড় সম জ্ঞানীদের সুরক্ষিত রেখেছে সে,
পথভ্রষ্ট পথিকের কান্ডারী হচ্ছে নিয়মিত সমান তালে।


এমন সৃজনশীলতার কাছেই বন্দী হয় ইতিহাসের পাতা।
সহজ-সরল-সাবলীল দৃষ্টিভঙ্গি তাঁর নিত্যপথের সঙ্গী,
এরূপ সন্তানের জন্যই অবিস্মরণীয় হয় মাতা-পিতা।


অসংখ্য শিষ্য ইতিমধ্যে দেশ-বিদেশে স্বগর্বে প্রতিষ্ঠিত।
তাঁর দেখানো পথ ধরে হেঁটে ওরা প্রশংসিত চতুর্দিকে,
সর্বাবস্থায় এসব গুণীজন হয়ে ওঠে সবার পরিচিত।


যেখানে যে কর্তব্য সেখানেই বাঁধা পড়ে একাগ্রতা নিয়ে।
সার্থকতার অধিপতির অসহায় আত্মসমর্পণ চলছেই,
তাঁর জীবনের প্রতিটি ক্ষণ সযতনে যাচ্ছে রাঙিয়ে।


বলছি, প্রিয় গুণী সংগীতজ্ঞ সমরজিৎ রায় এর কথা। এমনি অনন্য রুচিশীল ব্যক্তিত্বের জন্ম গতানুগতিক নয়,
সংগীতে খুবিই প্রাসঙ্গিক আজ এ নক্ষত্রের ঔজ্জ্বল্যতা।