ভুল করেছে বলে লজ্জা না দিয়ে,
সঠিক কি, সেটা উভয়ে মিলে করা যায় না বুঝি??
.
কি ভুল, কি ঠিক, কারো না কারো চিন্তায় তো আছে।
একটু সাহায্য করলেই তো হয়।
.
সমস্যা তো থাকবেই...
সমাধান কারো না কারো মেধায় তো আছে।
একটু সাহায্য করলেই তো হয়।
.
অতীত বোধহয় কল্পনায় ভরা ছিলো।
বর্তমান বাস্তব করতে কেউ না কেউ তো জানে।
একটু সাহায্য করলেই তো হয়।
.
কেউ সমালোচনার পাত্র হয়তো মনের বিভ্রান্তিতে।
আলোচনার পাত্র হতে কেউ না কেউ তো জানে।
একটু সাহায্য করলেই তো হয়।
.
কেউ ডাকছে না কাউকে লজ্জায় হয়তো।
নীরবে নিভৃতে কেউ না কেউ তো কাছে যেতে জানে।
একটু সাহায্য করলেই তো হয়।
.
ছোট, ছোট হয়েই থাকবে আর বড় বড় হয়েই থাকবে।
এ সমীকরণ চিরকালের জন্য যে নয়,
সেটা উভয়ে মিলে অভিন্ন ভাবা যায় না বুঝি??