চমকপ্রদ মানুষগুলোর নীরবতায় লজ্জিত এ লগন।
আয়োজন করে আলোর সম্বোধন করার সামর্থ্য নেই,
কৌশলে স্বপ্নলোকে প্রবেশ আজ সময়ের প্রয়োজন।।


আনন্দে বিমোহিত করা যাদের অভ্যাসে পরিণত।
তাদের উপর নির্ভর করে এগুতে চাই এ জগত,
সৃষ্টির গোপন রহস্য তাদের হাতে সুসংগঠিত।।


একটু মোহনীয় মুহুর্ত খুব বেশী প্রাসঙ্গিক আজ।
উন্মত্ততার পরিসমাপ্তি দেখতে উন্মুখ সবাই,
মূল্যহীন হয়ে মৃতপ্রায় অসাধারণ সব কাজ।।


বিবর্ণতা বেমানান জীবন-মৃত্যুতেই আবদ্ধ যত কবিতা।
আনন্দ পেতে লাজে লাল হতে দোষ নেই,
রক্তিম চেহারায় উঠুক জলে প্রানবন্ত প্রেমের বারতা।।


অভিমান ভুলে প্রকাশিত হয়ে উদ্ধার কর ডুবন্ত মন।
তোমাদের অন্তহীন গুনগানে মুখরিত হবে বিশ্ব,
উৎকৃষ্ট উদাহরণ হয়ে বেঁচে থাকা সবচেয়ে উত্তম।।