আমি সময় নিতে আসিনি, দিতে এসেছি।
আমি রক্তাক্ত করতে আসিনি, ব্যথা নিতে এসেছি।।


আমি শোনাতে আসিনি কোনো আগন্তুকের বার্তা
আমি এসেছি শুনতে কল্পনার রাজ্যের যত ব্যকুলতা।।


আমি বলতে আসিনি সৌন্দর্যের নিখুঁত কোনো কাহিনী।
আমি  জোছনা দিতে এসেছি সাথে নিয়ে রজনী।।


আমি জানাতে আসিনি অভিমানী হৃদয়ের দুঃখগুলো।
আমি লজ্জিত শিহরণে কাঁপাতে এসেছি পথের ধুলো।।


আমি ছুঁয়ে দেখতে আসিনি ঐ ঠোঁটযুগলের কাঁপন।
আমি দৃষ্টি সীমার বাহিরে গিয়ে করতে এসেছি যতন।।


আমি গাইতে আসিনি বাগেশ্রী রাগের কোনো গান।
আমি রচিতে এসেছি বনপথের এক বকুল বাগান।।


আমি বোঝাতে আসিনি কেমন হয় দুর্দান্ত যৌবন।
আমি হতে এসেছি উত্তাল করা সেই নুপুরের রনন।।


আসিনি চমক দেখাতে এ কথা বলে 'আমি পেয়ে গেছি'।
আমি ভিক্ষা দিতে আসিনি, ভিখারি হতে এসেছি।।