কি ভেবে এলে বলো যমুনা ঘাটে হারাতে কুল মান।
সহসা মিলে কি সেই পুরুষ সনাতন,
সে যে কেঁড়ে নিয়ে প্রাণ,রচিবে প্রাণে বিরহ বাগান।।


আহত পাখির কন্ঠে থাকে না সুমধুর কোনো সুর।
আপন পরের দ্বিধা লেগে গেলে মনে,
বোঝা কঠিন কে কত কাছে, আর কে কত দুর।।


মেঘ বরিষণে ঠিকানাবিহীন হাজারো অশ্রুধারা।
চঞ্চল মন সবসময় আবেগের উৎকৃষ্ট স্থান,
অবশেষে বুঝে কি লাভ বলো, হও যদি নিজ হারা।।


ফিরে গেলে ভালো যা আছে তা নিয়ে আপন ঠিকানায়।
সপ্ত ছিদ্রের মোহনীয় জালে বাঁধা পড়ে গেলে,
দিবস রজনী কেবলি দহন, সঙ্গী হবে ওগো রায়।।