বলো ওগো সখী কত দুরে গেলে,
তোমাকে ভুলে সুখে থাকা যায়।
আমি তুমিহীনা এক ভুবন গড়িতে চাই,
যেথা চাওয়া-পাওয়া সব গোপনে হারায়।।


শুকনো পাতা কতদিন আর
ডালে বাঁধা বলো থাকে,
দক্ষিণা বাতাস উড়িয়ে নিয়ে
ফেলে পথের বাঁকে বাঁকে।
পদতলে পিষে অবশেষে মিশে অচেনা পথের ধুলায়।।


মানুষ হইয়া, মানুষ ভজিয়া, আমি নিঃস্ব মানুষ লাগি,
এ জীবন বাতি নেভাতে আজি তোমার করুণা মাগি।


কোন অনুযোগ নেই মোর আজ
তোমারে বাঁধিতে শেখেনি প্রাণ,
জানা-অজানার দোলাচলে পড়ে
ফেরানো গেল না বিষের বান।
স্মৃতির দুয়ার বেঁধে রাখো ওগো আর যেন না কাঁদায়।।