তোমাকে সাজাতে গিয়ে অবনত মস্তকে যত কবিতা।
তোমার একটুখানি সহানুভূতিই শ্রেষ্ঠতর উপমা,
হয়তো বোঝাতে পারিনি বলেই তুমি জান না,
তোমাতে বিলীন অসংখ্য কবির অজস্র কাব্যগাঁথা।।


ঘন বরিষণে প্রচন্ডভাবে আঘাত হেনেছে শত অশ্রুধারা।
দিশেহারা হয়ে মৃত্যু হয়েছে বহুবার গোপন বাসনা,
হয়তো বোঝাতে পারিনি বলেই তুমি জান না,
তোমাকে বাঁধিতে হাজারো জনম আমার ঘোরাফেরা।।


সুবিশাল গভীরতাই একমাত্র শোভা ঐ মহা সমুদ্রের।
দিবা-নিশি একীভূত হয়েও রয়ে গেল স্বপ্নগুলো অচেনা,
হয়তো বোঝাতে পারিনি বলেই তুমি জান না,
অভিমান অর্পন না করে নিষ্পত্তি হবে না মহাসংকটের।।


নির্জন বনে এলোমেলো পথচলা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করে।
ধার করে হলেও উজ্জ্বলতা ধরে রাখা চাঁদের সাধনা,
হয়তো বোঝাতে পারিনি বলেই তুমি জান না,
শূন্যতা দান করে পূর্ণতা পাওয়া যায় না বিশ্বচরাচরে।।