ভুলিতে দিলে না আমারে তুমি
মধুমাখা সেই মাধবীক্ষণ,
যাবে যদি চলে এত আদরের
বুঝিনা কি ছিল প্রয়োজন।


মনের গভীরে বসতি নিয়ে
খেলেছিলে যত মধুর খেলা,
প্রাণের চেয়ে প্রিয় ছিলে বলে
অগোচর ছিল তব অবহেলা।
আজো ভোলেনি সন্ধ্যাতারা তোমার আমার আলাপন।।


তুমি সত্য, তুমি সুন্দর, তুমি ছিলে মম জীবন-প্রাণ,
আঁখির আড়ালে তবুও এ বুকে তোমার অবস্থান।।


যত অনুভূতি আহত হয়ে
প্রাণের তাগিদে ঘুরে বেড়ায়,
মুখের ভাষা নিহত হয়ে
আঁখি জলে আজ নিয়েছে ঠাঁই।
হউক শতবার জনম তবু করে যাব তব সন্ধান।।