Share! Share! Share!
ভোরের স্নিগ্ধ আলোয় শুদ্ধ হচ্ছ না কেন, Share কর।
পূর্ণিমার ভরা জোছনায় মন বিষন্ন কেন, Share কর।
পুষ্প ছড়ানো সুবাসে মন ভরছে না কেন, Share কর।
সুরের ঝংকার কানে লাগে না কেন, Share কর।
প্রিয়জনের প্রেমবাণী ভালো লাগে না কেন, Share কর।
অভিমানের ভারে হৃদয়ের কাঁপন কেন, Share কর।
বসন্তের ছোঁয়া প্রাণে লাগছে না কেন, Share কর।
চলার পথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছ কেন, Share কর।
নিঝুম রাতে ঘুমাতে পারছ না কেন, Share কর।
বুকের গভীরে অনবরত রক্তক্ষরণ কেন, Share কর।
কোন কাজেই মন বসছে না কেন, Share কর।
কষ্ট নিয়ে জীবন কাটছে কেন, Share কর।
এমন সাধের মানব জীবন আর কবে পাবে ঠিক নেই,
এ জীবন সার্থক করার এখুনি সময় হোক তা যেভাবেই।
মলিনতা,প্রতিবন্ধকতা,অপরিচ্ছন্নতা আরও যত আছে,
Share করে ভারমুক্ত হও, এখনো সময় আছে।।
তাই আবারও বলি Share! Share! Share!