আমি কি জানি তোমার মত হারিয়ে যেতে ডানা মেলে?
যতবার গিয়েছি কাছে প্রাণের প্রয়োজনে,
পদপিষ্ট হয়ে জ্বলেছি ততবার দারুণ দহনে,
অভিমানগুলো মূল্যহীন হয়ে নিয়ত মৃত্যুর সাথে খেলে।।


আমি কি জানি তোমার মত সর্বদা নিরঙ্কুশ জয়ী হতে?
শূন্যে পাতা আসনে সাধনা করা অতি ভয়ংকর,
ঐশ্বর্যশালীদের পদধূলিতে হয় সমৃদ্ধ স্বয়ংবর,
ভাসমান মেঘরাশি বৃথা চেষ্টায় রত নীল আকাশ পেতে।।


আমি কি জানি তোমার মত জোছনার স্বাদ নিতে?
মিলনের অধিপতি যেথা ভিখারি সাজিলো,
এ পোড়া দেহমন সেথা বসতি গড়িলো,
মজে আছি জনমে জনমে বিক্ষিপ্ত চাওয়া পাওয়াতে।।


আমি কি জানি তোমার মত অমৃতের অভ্যুত্থান ঘটাতে?
সিদ্ধ হস্তে মৌবনে যে মধু আহরণ করে,
অনায়াসে মৌমাছি তার কাছে মাথা নত করে,
সর্বস্ব লুন্ঠিত তবু একমাত্র সুখ কেবলি বেঁচে থাকাতে।।


আমি কি জানি তোমার মত খুলতে বন্ধ দুয়ারখানি?
চিরকালের ডাকে সাড়া দিলে যাবে কুলমান,
বেশী দিন অক্ষত থাকে না সাজানো বাগান,
নজর কাড়া মুগ্ধতায় পরিপূর্ণ তোমার জীবনকাহিনী।।