ভ্রমিতে ভ্রমিতে কাননে তব শুনিলাম চিরচেনা আবাহন।
নাম না জানা হাজারো ফুলের বর্ণিল সমাহার,
ছড়ানো সুবাস যেন বিগত জনমের অঙ্গীকার,
শিশির সিক্ত পাতারাশি করছে নব প্রেমের আয়োজন।।


হারানো পথের সন্ধান পেয়ে শ্রান্ত আজি পথিকের প্রাণ।
দীর্ঘশ্বাসে উড়ন্ত ধূলিকণা পেল অবসর,
এ মুগ্ধতা ছড়িয়ে ছিলো জন্ম জন্মান্তর,
এ যেন অপরুপ জোছনায় আঁধারের নিশ্চিত অবসান।।


প্রাণের টানে প্রাণের গভীরে জাগে লজ্জিত শিহরণ।
নিরাকারের আসক্তি হলো সাকার,
মনোমুগ্ধকর কল্পনাও মেনেছে হার,
মিলন ছন্দে সৃজিলো বিধাতা স্বপ্নময় গোধূলি লগন।।


মৃত প্রায় তৃষিত হিয়া জাগিলো শুধু তব পরশ পেয়ে।
বসন্ত নেমে এলে আপনি হয় জাগরণ,
যদি ভাগ্য গুণে মেলে রসিক সুজন,
কারণে অকারণে কোয়েলিয়া উড়ে সুমধুর গান গেয়ে।।


শত জনমের অপরাধী আমি ক্ষমা কর সখী মোরে।
নিঃশব্দে রচিয়া যে স্বর্গ দিলে উপহার,
সাধ্য নেই মোর তব ঋণ শুধিবার,
যতবার লভিব জনম তব সম্মুখে থাকিব করজোড়ে।।