পথের ডাকে সাড়া দিয়ে চলছে তার জীবনখানি।
সুগভীর ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে সে প্রতিনিয়ত,
এ যেন দুরন্ত যৌবনের সাথে হলো জ্ঞানের জানাজানি।।


চেনা জানা মুখটি আজ গৌরবান্বিত মুহূর্তের অংশীদার।
স্বকীয়তা সঙ্গে নিয়ে চারপাশে আলো ছড়াচ্ছে সে,
অহংবোধ বিসর্জন দিয়ে দ্বার খুলেছে সে শুদ্ধতার।।


'আমি সন্তুষ্ট' শিক্ষকগণের এমন বাণী সে সর্বদা শুনত।
আমরাও পাশে বসে দেখতাম তার অনবদ্য উপস্থাপনা,
বিষয়ের সুস্পষ্ট আলোচনায় ক্লাসটা জীবন্ত থাকতো।।


বলছি ক্লাসের সবচেয়ে শান্ত মেজাজের বন্ধুটির কথা।
বাদশা নামেই পরিচিত সেই চিরচেনা আপনজন,
শৈল্পিকতার মোহময় ছোঁয়ার ভরপুর তার জীবনগাঁথা।।


প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বহু গুণীজনের জন্মদাতা হিসেবে আজও সমুজ্জ্বল,
বন্ধুটি এখন এ বিদ্যাপীঠে শিক্ষকতায় নিয়োজিত রয়।।


ডঃ মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী-একটি চেনা নাম।
আমাদের বুক গর্বে ভরে ওঠে তার পরিচয় দেখে,
নিজের সাথে সাথে বন্ধুদেরও রেখেছে অক্ষুন্ন সুনাম।।


তার কর্মে তৃপ্ত হউক ধরণী- এমন কামনা রহিলো।
নিতান্তই সহজ সরল এমন বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর,
প্রণমী পিতামাতাগণকে এমন সন্তানের জন্ম যাঁরা দিল।।