কি আর কাঁদাবে আমাকে তুমি,
আমি কান্নার নোনা জলে ভাসায়েছি তরী বহু আগে।


কি আর দুঃস্বপ্ন দেখাবে আমাকে তুমি,
আমি স্বপ্নকুঠির জ্বালিয়ে ছাই করেছি বহুকাল আগে।


কি আর যন্ত্রণা দেবে আমাকে তুমি,
আমি নিস্ফল হাহাকার করতে ভুলেছি বহু আগে।


কি আর ছলনা উপহার দেবে আমাকে তুমি,
আমি চাতুরীর মালা গেঁথে গলে পড়েছি বহুকাল আগে।


কি আর বিরহ উপহার দেবে আমাকে তুমি,
আমি মিলনের সুর সাধা বন্ধ করেছি বহু জনম আগে।


কি আর নিস্তব্ধতা দেবে আমাকে তুমি,
আমি নীরবতা অলংকার করেছি বহুকাল আগে।


কি আর বলবো কবিতায়,
কি আর লিখবো গানে,
অজস্র কল্পনা মনের কোনে,
তবুও কেন জানি প্রাণের পূর্ণতা কেবলি আশায় আশায়।