আঁচলে ঢেকে মুখখানি যেদিন লুকালে গোপনে,
সেদিন থেকে আমি হারা হয়ে ভ্রমি তব কাননে।


শুধিতে যে কথা কারো কারো লাগে সহস্র বছর,
নিমেষেই শুনি সে কথা, এ যে তব করুণার ঝড়।


এ যে বিস্ময়ে ঢাকা, এ যে সৌন্দর্যে ভরপুর,
এ যেন ঘুমন্ত জনের ঘুম ভাঙানোর সুমধুর সুর।


এ তোমার চকিত চাহনিতে রঙিন করা ক্ষণ,
এ আলোর ঔজ্জ্বল্যতা দিবা রাত্রি সারাক্ষণ।


এ ইশারা তোমার প্রেমবাণী ভিন্ন আর কিছু নয়,
এ লগন আজ আপন মহিমায় হলো কাব্যময়।


এ যেন নিস্তব্ধতায় ভর করে প্রেমের আবাহন,
এ যেন মৌবনে মধুকরের কাঙ্ক্ষিত  আগমন।


নিশীথে গগনে তারার মিতালী সকলের অগোচর,
আপন ঠিকানা খুঁজে পেয়ে মম পুলকিত অন্তর।


আমাতে যা'কিছু চিরন্তন সব তোমারি দান জেনো,
শত জনমের সেই লুকানো নজর প্রেমাবেগ জড়ানো।