ধ্বংসযজ্ঞের দাবানলে পুড়ে ছাই হচ্ছে মানব সভ্যতা।
এ যেন সকলের নিরবিচ্ছিন্ন অসহায় আত্মসমর্পণ,
নির্বিচারে বলি হচ্ছে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা।


এ সভ্যতা গড়তে মস্তিষ্কের পরিশ্রম বিফল হবার পথে।
সকল জাতি মিলে এ ভূলোক সাজানো বাগান করেছে,
দুর্ভাগ্যক্রমে কেউ কেউ ছুটছে বিষবৃক্ষ দিয়ে তৈরি রথে।


অধিকার আদায় নাকি ক্ষমতা প্রদর্শন বোঝা নাহি যায়।
সুবুদ্ধি আর সুবিবেচনা পদতলে পিষ্ট হয়ে নিহত আজ,
অহংবোধ-অনলে ঘৃত বৃষ্টি ঢেলে মেঘ আড়ালে লুকায়।


অজস্র কাব্য ও উপন্যাস রচিত হয়েছে মানবতা ঘিরে।
তবুও নিত্য নতুন আলোয় ভরলো না বিশ্ব মানবতা,
অযত্নে পরে আছে সেই ধুলো মাখা পথ ঘাট প্রান্তরে।


সমাধান আছে বলেই সমস্যা মূল্যবান জগৎ সংসারে।
জ্ঞানের বলে সৃষ্টির সেরা জীব হিসেবে আবির্ভূত মোরা,
আলাপ আলোচনায় সার্থকতার অবস্থান সবার উপরে।