দুয়ার খোলা, ওহে পথভোলা,
এসো গো প্রেমানুরাগে।
তোমার চোখের ঐ জলধারা,
বড় বেশি বুকে লাগে।।


সাধিতে মনের গোপন বাসনা,
কেউ জানে আর কেউ জানে না,
ধরিতে রতন লাগে যে ঠিকানা,
বুঝিনি তো আমি আগে।।


অনাদরে হারালো বিগত দিনগুলি,
অনুশোচনার অসিতে নিত্য হচ্ছি বলি,
আজি এ লগনে এনেছি প্রেমাঞ্জলি,
সপিতে চরণে তোমার করুণা মাগে।।


রিক্ত হস্ত, রিক্ত প্রাণ, রিক্ততায় বসতি,
তুমিই সত্য, তুমিই নিত্য,তুমিই পরম শক্তি,
সর্বদা মেঘ বরিষণে চাতকের আসক্তি,
ধর গান মোর প্রিয় বাগেশ্রী রাগে।।


পথিকের বেদনা পথিক বুঝে সখী,
প্রণয় রাত্রি সাজাতে উদ্যত হলো জোনাকি,
এমন করে বেঁধো শত জনমের রাঙা রাখি,
ছিন্ন করতে যাতে বিধাতারও বুকে লাগে।।