সজীব হয়ে থাকতে ভুলে গেছি অনেকদিন আগে।
নিভৃতচারিণী যেদিন উদাত্ত আহ্বান করেছিল অবহেলা
লজ্জিত বদনে সেদিন চুপটি মেরে বসেছিল বসন্তবেলা,
সব ভুলেছি হয়তো, শুধু সেই স্মৃতিটুকুই প্রাণে জাগে।।


উৎফুল্লতা সঙ্গী করতে ভুলে গেছি অনেকদিন আগে।
স্বপ্নবাসিনী যেদিন আমার অনুভূতি নিয়ে খেলেছিল
প্রেম সেদিন করজোড়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল,
সব ভুলেছি হয়তো, শুধু সেই স্মৃতিটুকুই প্রাণে জাগে।।


জোছনায় স্নান করতে ভুলে গেছি অনেকদিন আগে।
চাঁদবদনী যেদিন অট্টহাসি দিয়েছিল মোর মিনতি শুনে
দুরন্ত যৌবন সেদিন থেকেই রয়েছে চিরনিদ্রায় শয়নে,
সব ভুলেছি হয়তো, শুধু সেই স্মৃতিটুকুই প্রাণে জাগে।।


বকুল গন্ধে মোহিত হতে ভুলে গেছি অনেকদিন আগে।
মনমোহিনী যেদিন আগুন লাগালো সাজানো বাগানে
অতৃপ্তির মহাসমুদ্র সেদিন থেকেই উত্তাল মনের কোনে,
সব ভুলেছি হয়তো, শুধু সেই স্মৃতিটুকুই প্রাণে জাগে।।


নয়নাভিরাম স্বপ্ন দেখতে ভুলে গেছি অনেকদিন আগে।
আহ্লাদিনী যেদিন মহানন্দে বনপথে হেঁটে গিয়েছিল
সে দৃশ্য দেখে কি যেন অন্তর আকাশে উঁকি দিয়েছিল,
সব ভুলেছি হয়তো, শুধু সেই স্মৃতিটুকুই প্রাণে জাগে।।