আয়রে তোরা আয় চলে আয়,
আয়রে তোরা চলে আয়।
চট্টলার গোল পাহাড় মোড়ে
শ্মশান কালী রয় দাঁড়ায়।।


কাছে গেলে এলোকেশীর
সকল দুঃখ যাবে ভুলে,
মায়ের পাশে বেঁধেছে ঘর
শিব আর কৃষ্ণ দুজন মিলে।
মনের ময়লা দুর করিতে
মা ছাড়া আরতো গতি নাই।।


কালোতে আলো খেলিছে
দেখবি যদি আয়,
মহানন্দের উদয় হবে মায়ের আঙিনায়।।


গোল পাহাড়ের এই মঠেতে
সেজেছে মা মনের মতন,
অর্ধচন্দ্র কপালেতে
দেখে যা-রে আলোর নাচন।
সে আলোর মহিমা দিয়ে
আয় মানব জীবনটা সাজায়।।