আকাশে বাতাসে ছড়িয়ে গেল
তোমারি প্রেমের আরতি,
এ প্রাণ আমার নিতে চায় আজ
তোমারি প্রাণে বসতি।


পূজিতে তোমারে যা'কিছু লাগে
জানি আমি জানি কিছু নাই মোর,
বাহুডোরে বাঁধিতে যে মায়া লাগে
হয়তো সে মায়া হরিলো ছয়চোর।
ক্ষমিয়া তুমি আপন করিও আমারি প্রাণের আকুতি।।


কি আশে খেলে লুকোচুরি মেঘ
জানে তা জানে শুধুই আকাশ,
রচিয়া বাসর ঢালিছে আবেগ
বকুল সুরভি ছড়ায় বাতাস।।


আমিহারা এই জীবন নিয়ে
বেঁচে থাকা কি কভু যায় বলো,
শয়নে স্বপনে কিবা জাগরণে
দেখি শুধু আমি তব প্রেমআলো।
সে আলো পশিলো গভীর প্রাণে ওগো মোর চিরসাথী।।