কার আহ্বানে কে জেগে ওঠে সদা রহস্যময় সে চিন্তন।
পর্বত শিখরে ধ্যানমগ্ন ঋষিগন,
অনবরত করছে ঈশ্বর অন্বেষণ,
আবার মৌমাছি মৌবনে হন্যে হয়ে খুঁজে রসিক সুজন।।


অসংখ্য চাওয়া চারিদিকে ঘুরছে সময়ের প্রয়োজনে।
কিছু পাওয়া আপনা আপনিই মেলে,
আর কিছু কেবলি লুকোচুরি খেলে,
কিছু পাওয়া চিরকালের জন্যই অধরা মায়ার ভুবনে।।


অভিশপ্ত পথ রঙিন করতে পারে না পথিকের প্রাণ।
নিজ অথবা অন্যের দোষে দোষী পথখানি,
অমৃত সাগরে ভাসাবে বিষে ভরা তরণী,
জোয়ার যেমন তেমন, সর্বদা বিপদজনক ভাটার টান।।


বর্তমানে সন্তুষ্টি নেই বলেই বারংবার নতুনের আহ্বান।
সন্মুখে নিত্যনতুন কল্পনাতীত আলোকরাশি,
পেছনে ছিলো হয়তোবা তারও অনেক বেশী,
সুখ-দুঃখ আনন্দ-বেদনা ত্রিকালজয়ী রুপে বহমান।।


স্বর্গ-মর্ত্য-পাতাল মুখরিত শুধু চাওয়া পাওয়ার খেলায়।
যাকে পেলে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠা যায়,
চলো সকলে মিলে বসি মোরা তাঁর বন্দনায়,
বহুতে এক ভেবে এ বিশ্ব আবারও সুন্দর করে সাজায়।।