পড়েছি মায়ায়..
আমি পড়েছি মায়ায়
তাহার করুণা ছাড়া বাঁচা হলো দায়।
বুঝিয়া না বোঝার ছলে
কেবলি সে মুখ ফিরায় ।।


কিশোরীর নামটা অজানা
তবু লাগে যে চেনা,
কবে কো্ন জনমে জানি ছিলো আপনা।
ভাবের ঘরে আগুন জ্বেলে
সুখে ঘৃত ঢেলে যায় ।।


বলো কেউ গিয়ে তাকে
আমি শূন্য জগতে
যে আলোয় ভরিবে গৃহ সে আলো দিতে।
আমি তাহারি সে আলো দিয়ে
আঁধারে বাসর সাজায় ।।