ধীরে চালাও তরী মাঝি, প্রাণে লাগে ডর,
আমি জানিনা রে মাঝ দরিয়ার খবরাখবর।
ভরসা রেখেছি মাঝি তোমার উপর,
মাঝি, প্রাণে লাগে ডর।।


বিপদে পড়েছি মাঝি এসে এ-কুলে
করলাম মায়া কেনাবেচা মায়ার ছলে।
রসিক সুজন তুমি
এ পথে নতুন আমি
আজ তোমার কৃপাখানি সবার উপর,
মাঝি, প্রাণে লাগে ডর।।


যত দেখি ঢেউ-এর নাচন
বাড়ে শুধু হিয়ার কাঁপন,
কেন যে আসিলো মাঝি ভয়ের এ লগন,
বলো, ভয়ের এ লগন।।


আগে যদি জানতাম মাঝি ঢেউয়ের খবর
ও-কুলে বাঁধিতাম আমি চিরকালের ঘর।
অযথা এ আসা-যাওয়া
কিছু চাওয়া কিছু পাওয়া
ঝড় উঠিলে পালের দিকে রাখিও নজর,
মাঝি, প্রাণে লাগে ডর।।