আমি ঘুরেফিরে মরি পথে পথে হায়,
পাই না খুঁজে এমন স্থান।
যেথা মোর সকলি তোমারি হয় ওগো,
এমন ঠিকানা দাও সন্ধান।।


কেবলি আলো, কেবলি ভালো,
কেবলি রসের আস্বাদন।
যে প্রেমে মজিলে ঘুচিবে কালো,
সে প্রেম তুমি কর আবাহন।।


পুরাতন কথা, নতুন করে,
বলো না মোরে মর্মে লাগুক।
যে কারনে রাই থাকে না ঘরে,
সে ধ্বনিটুকু কানেতে বাজুক।।


পথিক যে'জন, রসিক সে'জন,
বোঝানো গেলো না সে-কথা তোমায়।
আজি রসের সাগরে মাঝির রোদন,
হাহাকার হয়ে বাতাসে ছড়ায়।।


তোমারে বাঁধিতে, তোমাতে মিশিতে,
যত আয়োজন এ হৃদে মোর।
একবার এসে দেখো এ আঁখিতে,
আর কেহ নাই, তুমি মনচোর।।


নিঃস্ব আমি, নিঃস্ব এ যামিনী,
মধু এ জোছনা বিফলে যায়।
যেথা আছো বসে শোনো অভিমানী,
আমি কেবলি তোমারি গান গাই।।