হিয়া কাঁপে থরথর ছুঁয়ো না মোরে,
ছুঁয়ে মোরে করিও না আদর যতন।
পরশে কামনাগুলি জাগতে পারে,
আঁখিতে আঁখিতে কর ভাবের আলাপন।।


একে তো ফাগুনে হলো ধরণী রঙিন,
তার উপরে মৌবনে লেগেছে আগুন।
এমন মাধবী ক্ষণে, মন কাঁদে অকারণে,
গোপনে গোপনে কর প্রেম বরিষণ।।


আসুক নাহয় বকুল সুরভি দক্ষিণা জানালা দিয়ে,
ক্ষতি কি নিতে গন্ধ তারি পাওয়ার বাহিরে গিয়ে।


একে তো রজনী ভরা মধু জোছনায়,
তার উপরে প্রেমবাণী বাতাসে ছড়ায়।
ভুলে গিয়ে অভিমান, প্রেমসুধা কর পান,
তুমি-আমি যেন পাই সাধন রতন।।