ওরা রক্তের সম্পর্কে হয়তো আবদ্ধ নয়,
তবু ঢাকঢোল পিটিয়ে চিত্তে নিয়েছে ঠাঁই।
ওরা জন্মসূত্রে হয়তো পরিচিত নয়,
তবু জড়িয়ে থাকে সুখ-দুঃখ-আনন্দ-বেদনায়।।


ওরা যুক্তি করে কারো হৃদয়ে ঢুকেনি,
চলার পথে ওদের সাথে হঠাৎ পরিচয়।
ওরা মিশে যেতে একদম অবহেলা করেনি,
ওরা অনুভূতির একমাত্র অংশীদার হয়।।


ওদের বুকে আছে একরাশ সান্ত্বনার বাণী,
ওরা বরষায় এক বৃহদাকার ছাতা।
ওরা দূর্বলতা নিয়ে করেনা কানাকানি,
সর্বাবস্থায় ওদের হৃদয়-আসন পাতা।।


ওরা ছুটে যাই সময়ের প্রয়োজনে,
ওদের চোখে মুখে একফোঁটা ক্লান্তি নাই।
ওরা যেতে রাজী অন্ধকারময় গহীন অরণ্যে,
ওরা সদা ব্যস্ত অন্যের দুর্গম যাত্রায়।।


উজ্জ্বল মানবতা ওদের হাতের মুঠোয়,
ওরা কিছুতেই নিষ্প্রাণ থাকতে দেয় না।
ওরা অনায়াসে অপরাধের ভাগীদারও হয়,
লজ্জা-শাস্তি, যাই পাক, তাতে কিছু আসে যায় না।।


ওরা বন্ধু, ওরা গুরুত্বপূর্ণ, ওরা কাঙ্ক্ষিতজন,
ওরা ত্রাতা, ওরা গুণী, ওরা চিরনব জাগরণ।
ওরা আলো, ওরা নান্দনিক, ওরা চিরযৌবন,
ওরা শক্তি, ওরা পবিত্র, ওরা সার্থক আপনজন।।