এত অসহায় কেন করো গো মোরে,
শয়নে স্বপনে প্রাণেতে আসি।
ভুলে যাও ওগো কেন বারে বারে,
এ মায়া জগতে আমি পরবাসী।।


এত যদি তৃষা ওপ্রাণে লুকানো,
জাত-কুল দিয়ে কেন গোল বাঁধালে।
এত যদি নেশা ওচোখে জড়ানো,
অযথা কেন পরের পাহারা বসালে।
ভাবেতে মজিলে লোকে করে হাসাহাসি।।


যে বাঁশী শুনে পশু-পাখি-কীট যমুনা কুলে করে ভীড়,
ওগো, মানুষ হইয়া কি করে বলো থাকিতে পারি স্থির।


আর তো পারি না আমি বাঁধিতে হিয়া,
চিরকালের চেনা ডাক পশিলো কানে।
তব দ্বারে এলাম ওগো সকলি ত্যজিয়া,
অবিরত কেঁদে মরি এ ঘোর কাননে।
ঘোচাও আঁধার এসে 'ওগো মোর পূর্ণশশী'।।