যে ইশারা দিলে চোখে
বুকে বিঁধিলো,
বুকের গভীরে গিয়ে
প্রেম জাগালো।
বাঁচি কি করে এখন-
তুমিই বলো, ওগো তুমিই বলো।।


মেঘরাশি যে আকাশে পেতেছিলো ফাঁদ,
সে আকাশে উঁকি দিলো পূর্ণিমার চাঁদ।
জোছনাময় এ আঙিনা-
শত জনমের চেনা,
হাতে হাত রেখে হাঁটা-
মনে পড়িলো, ওগো মনে পড়িলো।।


আপন ঘর কেবলি আজ আলোতে ভরে,
মনোবীণা বেজে ওঠে আপন সুরে।
তোমারি গান গাই আমি-
কান পেতে শোন তুমি,
ও চোখের চাহনিতে-
মন মজিলো, মোর মন মজিলো।।