পরছে ঘাম, তবুও থেমে নেই কর্মযজ্ঞ, চলছে অবিরাম।
নির্মম অঙ্গ বাসা বেঁধেছে দেহে,তাকে খালি রাখা দুষ্কর,
ক্ষুধার কাছে মূল্যহীন কার কত সুনাম অথবা দুর্নাম।


অসংখ্য শ্রমজীবী মানুষের হাতে তৈরী হচ্ছে অট্টালিকা।
অথচ তাদের বিশ্রামাঘার সাজানো সেই ছোট্ট কুঁড়েঘরে,
যেভাবেই হোক সচল রাখতেই হবে তাঁদের জীবন চাকা।


হাতে গোনা অল্প মানুষের কাছে বন্দী হয়ে আছে ঐশ্বর্য।
শোষিত অবস্থাতেই শ্রমজীবী মানুষেরা নিঃশেষ হচ্ছে,
অনাকাঙ্ক্ষিত ভাবে সমূলে নষ্ট হচ্ছে প্রাণের সৌন্দর্য।


প্রিয়ার প্রেমময় চাহনি রক্তচক্ষু ভেবে উপেক্ষিত সর্বদা।
স্নেহ,মায়া,মমতা এসবও তুচ্ছ জীবন সংগ্রামের কাছে,
এদিকে যাদের সব আছে তাদের হৃদয়ে জমেছে কাদা।


অনবরত আগামীর চিন্তা আজতো কোনরকমে গেল।
দুর্বিষহ যন্ত্রণা নিয়ে চলছে শ্রমজীবীদের জীবন তরণী,
খুবই মূল্যহীন আজ কার কি আছে আর কার কি ছিল।