শ্বেতবর্না হংস বাহনা বীণা হাতে আছে যাঁর,
সকলে মিলিয়া প্রণমি আজি যুগল চরণ তাঁর।


সকলে জানি বিদ্যার দেবী জয় মা সরস্বতী।
দাও জ্ঞান মাগো, মোরা আলোর পথের যাত্রী।


বিদ্যা-বুদ্ধি-সংগীত-শিল্পে তোমারি অধিকার,
কৃপা করে এসে দান কর আর ঘোচাও অন্ধকার।


কি দিয়ে পুজিব তোমাকে মাগো নেই কোনো সম্বল,
আর কিছু নেই মোদের শুধু আছে ফুল ফল জল।


যত অপরাধ মোদের মাগো ক্ষমা কর নিজগুনে,
তোমার দেয়া বিদ্যার শক্তি বাড়ে যেন দিনে দিনে।


সুন্দর আর পবিত্রতা নিয়ে জীবন কাটাতে চাই,
জ্ঞানের বলে বলীয়ান হয়ে জোছনা বিলাতে চাই।


তোমার কৃপা পেলে মোদের দুঃখ চিরতরে যাবে দুরে,
বর্তমান আর ভবিষ্যৎ পূর্ণ রবে মোদের সত্য ও সুন্দরে।


প্রতি ঘরের প্রতি মানুষকে তোমার অফুরন্ত জ্ঞান দাও,
তোমার অবুঝ সন্তানদের প্রার্থনা গ্রহন করে নাও।