যে কথা হয়নি বলা, এখনি সময় তা প্রকাশিয়া যাও।
অপূর্ব জোছ্না বসে আছে সেই প্রেমবাণী শুনিবার তরে,
এ ক্ষণের আকুল আবেদনে সাড়া দিয়ে প্রেমকে বাঁচাও।


নয়নাভিরাম সৌন্দর্যের কেন্দ্র হয়ে ধরা দিল আজ চাঁদ।
তোমার করুণা বিনে আপন স্বকীয়তা ধরে রাখা দায়,
নিজগুণে এসে মিটিয়ে দাও আমার শত জনমের স্বাদ।


এ রাতের যত আয়োজন সব তোমার আলিঙ্গন মাগে।
তুমি ছাড়া জেনো চির অসহায় তৃষিত জনের হিয়া,
নিশি জাগা পাখি সুর তুলেছে কন্ঠে রাগে-অনুরাগে।


না জানি কো্ন জনমের পুন্যের ফলে ধরা দিল এ লগন।
ফুলে ফুলে ছেয়ে আছে সেই কাঙ্ক্ষিত বনপথ,
তোমার আগমনের স্মৃতি যেন অক্ষয় থাকে আজীবন।


ঠোঁটের কাঁপনে উন্মোচিত হতে দাও চির যৌবনরাশি।
সোহাগের ছোঁয়ায় মুক্তি দাও বন্দী যত কামনা-বাসনা,
বক্ষে জড়িয়ে নীরবে শুধাও ভালোবাসি- ভালোবাসি।